স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার (২২ অক্টোবর) বিকেলে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের মুখ্য গাঙ্গাইর গ্রামের আবু মিয়ার ছেলে রনি মিয়া (১৮) ও একই উপজেলার কদমতলী এলাকার মেছের আলীর ছেলে শহিদুর রহমান (৩৫)।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত (ওসি) লোকমান হোসেন জানান, দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
১৩৪ Views