ঘাটাইলে বিএনএম এর আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঘাটাইল টাঙ্গাইল

ঘাটাইল প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএমের) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আহবায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘পরবর্তী প্রজন্মের জন্য মাদকমুক্ত সুস্থ্য ও নিরপদ ঘাটাইল গড়তে চাই’’ শ্লোগানে শনিবার (২১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের দেলুটিয়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ঘাটাইল উপজেলা শাখার আহবায়ক ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি প্রার্থী ক্যাপ্টেন (অব:) জাকির হোসেন। গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ঘাটাইল উপজেলা শাখার সিনিয়র আহবায়ক আখতার হোসেন খাজা, যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান রাসেল, রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে ক্যাপ্টেন (অব:) জাকির হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।

 

 

১০৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *