স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে তেল ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির নির্দেশে চলতি রবি মৌসুমে তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধি করার জন্য উপজেলা ও ব্লক পর্যায়ের সকল কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। টি হয়।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশিক্ষণ অফিসার দুলাল উদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আহসানুল বাসার। বিশেষ অতিথি ছিলেন ধনবাড়ীর উপজেলার মুসুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাস, জেলা বীজ প্রত্যায়ন অফিসার মাহমুদুল হাসান, অতিরিক্ত উপ-পরিচালক সাজ্জাদ হোসেন তালুকদার, শোয়েব মাহমুদ প্রমুখ।
এ সময় টাঙ্গাইল জেলার সকল উপজেলা কৃষি অফিসার, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার ও উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।