তফসিল ঘোষণার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই- আমীর খসরু

টাঙ্গাইল মির্জাপুর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহামুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষ না চাইলে তফসিল ঘোষনা হলেও নির্বাচন হবে না। তফসিল ঘোষনার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে তফসিল কেন, যাই ঘোষনা হোক কোনটাই কাজে আসবে না। অনেকে সময় তফসীল ঘোষণা করেছেন। দেশের মানুষ না চাইলে সে নির্বাচন হয় না। এই সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, বাজার নিয়ন্ত্রণ কেন করবে। তারা সিন্ডিকেট তৈরি করেই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেছে। তাদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব না। বাজার আছে নাকি? আওয়ামী লীগের পকেটে ঢুকে গেছে বাজার। সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করছে। এর নিয়ন্ত্রণ কে করবে। ফিলিস্তিনিদের উপর ইসরাইলের বর্বরোচিত নির্যাতনের বিষয়ে দলের অবস্থান জানতে চাইলে সাবেক এই মন্ত্রী বলেন, ফিলিস্তিনে মুসলিম নির্যাতন সম্পর্কে বিএনপির পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বপ্রথম বিবৃতি দিয়েছেন।
রবিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স ও দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পুজামন্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সন্ধ্যা ৬টায় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছাসহ কুমুদিনী কমপ্লেক্্ের এসে পৌছালে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় তাকে স্বাগত জানান। এসময় আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা তুলে দেন।
এসময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ভাইস চেয়ারম্যান রমেশ দত্ত, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ, পৌর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সমবায় দলের সহ সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, কাউন্সিলর আলী আজম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া পূজামন্ডপ পরিদর্শনে আসেন- টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, নেদারল্যান্ডস এর রাষ্ট্রদূত এইচই মিসেস ইরমা ভান ডুইরেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, মধুমতি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইফসুফজাই সানি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সহসভাপতি আবুল কালাম আজাদ লিটনসহ দেশি বিদেশি অতিথিরা দানবীর রণদা প্রসাদ সাহার পূজামন্ডপ পরিদর্শনে আসেন। অতিথিবৃন্দ দানবীর রণদা প্রসাদ সাহার মন্ডপে আরতি উপভোগ করেন।

 

১৪১ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *