
ধনবাড়ী প্রতিনিধি ॥
রাজপথের আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার আইনজীবি প্যানেলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবি অ্যাড. মোহাম্মদ রুকনুজ্জামান সুজা। তিনি রোববার (২২ অক্টোবর) দিনব্যাপী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের পরিবারের সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
গত বুধবার (১৮ অক্টোবর) বিএনপির ঢাকা বিভাগের সমাবেশে যোগ দিতে গিয়ে ধনবাড়ীর নেতাকর্মীরা গ্রেপ্তার হয়। পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের আইনী সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে এ সরকারকে বিদায় করতে হবে। আমাদের রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন নিশ্চিত। আন্দোলন করেই নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমেই দেশে গ্রহণযোগ্য নির্বাচন করা হবে। শেখ হাসিনার অধীনে এ দেশে কোনো নির্বাচন হবে না। শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দল একই সিদ্ধান্তে অবস্থান নিয়েছে। এ সময় উপজেলার স্থানীয় নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন।