
স্টাফ রিপোর্টার ।।
সারাদেশের মতো টাঙ্গাইলেও আজ সোমবার (২৩ অব্টোবর) মহা ধুমধামের সাথে মন্ডপে মন্ডপে অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার মহা নবমী পূজা। সকালে সকল বয়সী হিন্দু নারী-পুরুষ নিজ নিজ এলাকার মন্ডপে উপস্থিত হন এবং পুজার্চ্চনায় অংশ নেন। পুজার্চ্চনা শেষে জগতের সকল প্রানীর মঙ্গল কামনায় দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলী প্রদান করেন ভক্তরা।
শ্রী শ্রী চন্ডী থেকে জানা যায়, দেবী দুর্গা রুদ্ররূপ (মা কালী) ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চন্ড, মুন্ডু এবং রক্তবিজকে হত্যা করেন। নবমী তিথি শুরুই হয় সন্ধিপূজা দিয়ে। সন্ধিপূজা হয় অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমীর সূচনার প্রথম ২৪ মিনিট জুড়ে। মূলত দেবী চামুন্ডার পূজা হয় এই সময়ে। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে পূজার মন্ত্রেও সেই বিশেষত্ব উল্লেখ করা হয়েছে।