টাঙ্গাইলে দুর্গোৎসবে মহিলা ভাইস চেয়ারম্যানের শাড়ী বিতরণ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর

স্টাফ রিপোর্টার ॥
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের সদর উপজেলার ১২টি ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ী বিতরণ করেছেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে শামীমা আক্তারের নিজস্ব অর্থায়নে চার হাজার নারীদের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়।
এ সময় শামীমা আক্তার বলেন, সবাই যেন সুন্দরভাবে দুর্গোৎসব পালন করতে পারেন সেলক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নারীদের মাঝে পূজার উপহার হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নৌকায় ভোট দিতে হবে। তাহলেই দেশ উন্নয়নের দ্বারা অব্যাহত থাকবে।

 

১৮৫ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *