নাগরপুর প্রতিনিধি ॥
শুভবিজয়া। মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরবেন দূর্গা তিনা শিনী দেবী দূর্গা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে প্রতিমা বিসর্জনের আয়োজন করেন পুজা উদযাপন কমিটি। দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিমা নিয়ে আসতে শুরু করেন। পরে সন্ধ্যায় দেবী দূর্গাকে বিসর্জন দেন পূজারী ও ভক্তরা।
এ সময় উপস্থিত ছিলেন পুজা উদযাপন কমিটির আহ্বায়ক স্বপন কুমার সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান। নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, পরিদর্শক (তদন্ত) জাহিদ হাসান প্রমুখ।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপি দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। চন্ডী পাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত শুক্রবার (২০ অক্টোবর) থেকে শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেনও ঘোড়ায় চড়ে।