স্টাফ রিপোর্টার।।
শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সারাদেশের মতো টাঙ্গাইলের সকল মন্ডপে দেবী দুর্গার দশমী পূজা অনুষ্ঠিত হয়েছে। সকালে সকল বয়সী হিন্দু নারী-পুরুষ নিজ নিজ এলাকার মন্ডপে উপস্থিত হন এবং পুজার্চ্চনায় অংশ নেন। পুজার্চ্চনা শেষে জগতের সকল প্রানীর মঙ্গল কামনায় দেবী দুর্গার পায়ে পুষ্পাঞ্জলী প্রদান করেন ভক্তরা। পূজার আনুষ্ঠানিকতা শেষে দেয়া হয় দর্পণ বিসর্জন। পূজারিরা নিজেদের মধ্যে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের।