নাগরপুরে পূজামন্ডপ পরিদর্শন করলেন শিপ্রা

টাঙ্গাইল নাগরপুর

নাগরপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের নাগরপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় মহাউৎসব শারদীয় দুর্গাপূজা জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে এবং তাদের ভাল-মন্দ খোঁজখবর নিতে পূজামন্ডপ পরিদর্শন করেন নাগরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা।
তিনি পূজার প্রথম দিন থেকে শুরু করে পূজার শেষ মুহুর্ত পর্যন্ত উপজেলার পাকুটিয়া, মোকনা, ভাদ্রা, ধুবড়িয়া, গয়হাটা, সহবতপুর, ভারড়া ও নাগরপুর সদর ইউনিয়নসহ প্রায় সকল ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। নির্বাচিত এ জনপ্রতিনিধিকে পূজামন্ডপে কাছে পেয়ে অনেক পূজারীরা আবেগে আপ্লত হয়। পরিদর্শনকে কেন্দ্র করে পূজারীদের মণিকোঠায় ঠায় করে নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা বলেন, আমি যেন সব সময় এভাবে সকলের পাশে থেকে কাজ করে যেতে পারি। এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে নজরুল ইসলাম, নুরুজ্জামান বিপ্লব, সাজ্জাদ হোসেন, আব্দুল আওয়াল, জাকির হোসেন উপস্থিত ছিলেন।

২০০ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *