মধুপুরে পূজায় নতুন পোশাক না পেয়ে তরুণীর আত্মহত্যা

অপরাধ টাঙ্গাইল মধুপুর

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে দুর্গা পূজায় নতুন পোশাক না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে গাছের সাথে ঝুলে ঝুমা গুহ (২২) নামের এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ অক্টোবর) দুর্গোৎসবের নবমীর রাতে মধুপুর পৌর শহরের দেবের বাড়ি পূজা মন্ডপের পাশে এ ঘটনা ঘটেছে। নিহত ঝুমা ওই এলাকার দর্জি জনৈক নিতাই চন্দ্র গুহের মেয়ে। সম্প্রতি তিনি স্বামীর থেকে ডির্ভোস নিয়েছেন।
ঝুমার ভাই নবীন চন্দ্র গুহ জানান, ঝুমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। দরিদ্র বাবার কাছ থেকে পূজায় আমরা কেউ কিছু পাইনি। বাবা দিতে পারেননি। এ নিয়ে ঝুমার দুঃখ ছিল। এ দুঃখে সোমবার (২৩ অক্টোবর) বিকেল থেকে ঝুমা ক্ষিপ্ত হয়ে সবার সাথে খারাপ আচরণ করেছেন। সন্ধ্যার পর সবার অজান্তে বাড়ির কাছের পূজা মন্ডপের পাশে গাছের সাথে ওড়না দিয়ে ফাঁস দেন। সন্ধ্যা সাড়ে ৮টার দিকে পাশ দিয়ে স্কুলের ছাত্ররা টর্চ লাইট জ্বালিয়ে যাওয়ার পথে ঝুমাকে ঝুলতে দেখে চিৎকার করে উঠে। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি দেখতে পায়।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

১৩৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *