কালিহাতীতে প্রতিপক্ষের হামলার ঘটনায় যুবকের মৃত্যু

অপরাধ কালিহাতী টাঙ্গাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলার ঘটনায় আব্বাস আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বেড়ী পটল গ্রামে তার মৃত্যু হয়। নিহত আব্বাস আলী ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, মোবাইল বিক্রির দুই হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর থানার কাকুয়া ইউনিয়নের পোলী গ্রামের নুরুর ছেলে সোহেল ও তার মেয়ের জামাই মমিন মঙ্গলবার দুপুরে আব্বাসের বাড়িতে যান। এক পর্যায়ে তারা আব্বাস আলীকে চাপাতি ও লাঠি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। আব্বাসের বড় ভাই আক্তার হোসেন সেখানে গেলে তাকেও আঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত আক্তার হোসেনের পা ভেঙ্গে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন এবং আব্বাসের মাথায় চাপাতির কোপে আঘাতপ্রাপ্ত হলে চিকিৎসক সেলাই করে দেন। হাসপাতাল থেকে আব্বাস বাড়িতে চলে যান। পরে বুধবার সকালে বাড়িতেই আব্বাসের মৃত্যু হয়।
এ ব্যাপারে মগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাইমুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ বা মামলা হয়নি।

১৯৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *