
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বিএনপি আগামী ২৮ অক্টোবর কোন নাশকতা করলে তা আওয়ামী লীগ যে কোন মূল্যে প্রতিহত করবে। বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপি ২০১৫/১৬ সালের মতো আবারও জ্বালাও পোড়াও শুরু করেছে। আগামী ২৮ তারিখ তাদের বাঁধা দেওয়া হবে না। তবে তারা যদি বিশৃঙ্খলা করে তাহলে তার বিরুদ্ধে আওয়ামী লীগ কাজ করবে। জনগণ কাজ করবে, প্রশাসন কাজ করবে। আসলে তারা ঢাক ঢোল পিটিয়ে শুধু শুধু বলে। তারা শুধু বলে ১০ ডিসেম্বর খালেদা জিয়া পল্টনে বক্তব্য দিবে, তার কথায় দেশ চলবে তাই বলতে চাই তাদের এই বয়ান নতুন নয়। তারা মিথ্যাচার ভন্ডামী করেই বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় এসেছিলো। ৩ নভেম্বর তারা জাতীয় ৪ নেতাকে হত্যা করেছিল। তাদের হত্যা, সন্ত্রাসী কর্মকান্ড ছাড়া কোন কাজ নেই। সামনে জাতীয় সংসদ নির্বাচনে যাদের নিজ নিজ আসনে জনপ্রিয়তা বেশি তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি।
বুধবার (২৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ এবং স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির শাহজাহান খানের মেয়ের জামাতা হওয়ার সুবাধে তার উদ্দেশ্য করে সমাবেশে বলেন, যদি আসন্ন জাতীয় নির্বাচনে ছোট মনিরের জনপ্রিয়তার পাল্লা বেশি হয় তাহলে তাকে সমর্থন করবেন। একটি কথা বলে যাই নৌকার বাহিরে কেউ যাবেন না। জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।
ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আনিস, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা প্রমুখ। এ সময় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।