
মধুপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪০ টি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ম্যানেজারদের নিয়ে মতবিনিময় সভা করেছে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান এতে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন (আরএমও), ডা. ফাতেমা তুজ-জোহরা (এমওডিসি), ক্লিনিক মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ ঢাকা (স্বাস্থ্য) বিভাগের সহকারী পরিচালক অংশগ্রহন করেন। সভায় অনলাইনে যুক্ত ছিলেন ডা মোস্তাফিজুর রহমান তুহিন। আলোচনা সভায় ক্লিনিকের লাইসেন্স নবায়নকরণ, দৈনিক ও মাসিক রিপোর্ট প্রদান, নিরাপদ রক্তদান, ইউজার ফি, দালালমুক্ত করন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।