মির্জাপুরে ডাকাতিকালে পুলিশের ধাওয়ায় কাভার্ড ভ্যান ফেলে ডাকাত দলের পলায়ন

অপরাধ টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরের সর্ববৃহৎ রড, সিমেন্ট ও টিনের গোডাউনে ডাকাতিকালে পুলিশের ধাওয়ায় ডাকাতি কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ফেলে পলিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা। বুধবার (২৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর পৌর এলাকার মা সিএনজি পাম্প সংলগ্ন ব্যবসায়ী পরিমল সাহার গোডাউনে এই ডাকাতি চেষ্টা হয়। এদিকে গত কয়েক মাসে আগে মির্জাপুর পৌর এলাকার রড, মিসেন্ট ব্যবসায়ী এনায়েত হোসেন ও সেলিম সিকদারের গোডাইনের তালা ভেঙে দুটি ডাকাতির ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল।
পুলিশ জানায়, বুধবার (২৫ অক্টোবর) রাত দুইটার দিকে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই এলাকায় টহল ডিউটি করছিলেন। এ সময় মা সিএনজি পাম্প সংলগ্ন পরিমল সাহার রড, সিমেন্ট ও টিনের গোডাউনের গেইটের সামনে একটি কাভার্ড ভ্যান দাঁড় করানো দেখতে পান উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। তাঁর সন্দেহ হলে তিনি পুলিশ ভ্যানে অন্য সদস্যদের নিয়ে গোডাউনের কাছাকাছি পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কাভার্ড ভ্যান নিয়ে ডাকাত দলের সদস্যরা দ্রুত টাঙ্গাইলের দিকে পালিয়ে যেতে থাকে। এ সময় পুলিশ সেখানে গিয়ে গোডাউনের দুইটি গেইটের ছয়টি তালা ভেঙে ভাঙা অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ডাকাত দলের কাভার্ড ভ্যানের পিছু ধাওয়া করতে থাকেন।
এদিকে মহাসড়কের পাকুল্যা এলাকায় টহল পুলিশের দলকে খবর দিলে তারা সামনে থেকে ডাকাত দলের কাভার্ড ভ্যানের গতিরোধ করার চেষ্টা করেন। ডাকাত দলের সদস্যরা পুলিশের বাধা ওপেক্ষ করে কাভার্ড ভ্যান নিয়ে মহাসড়ক ছেড়ে দেলদুয়ার আঞ্চলিক সড়ক দিয়ে টাঙ্গাইল শহরের দিকে পালিয়ে যেতে থাকে। বিষয়টি টাঙ্গাইল সদর থানা পুলিশকে অবগত করা হলে তারাও সামনে অবস্থান নেয়। পরে ডাকাত দলের সদস্যরা জেলা সদরের শান্তিনগর ব্যাপারীপাড়া মসজিদ সংলগ্ন এলাকা ডাকাতি কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-২০-৩০৩৩) ফেলে পালিয়ে গেলে পুলিশ কাভার্ড ভ্যান আটক করলেও চালকসহ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে মির্জাপুর থানার উপ-পরিদর্শক এসআই শফিকুল ইসলাম জানিয়েছেন।
মির্জাপুর বাজারের ব্যবসায়ী এনায়েত হোসেন জানান, গত কয়েক মাস আগে সদরের পুষ্টকামুরী এলাকায় থাকা তার রড সিমেন্টের গোডাউনের তালা ভেঙে ডাকাত দল ১০ লাখ ও মির্জাপুর বাইপাস এলাকার ব্যবসায়ী সেলিম সিকদারের বাইপাসে থাকা গোডাউনের তালা ভেঙে প্রায় ১৫ লাখ টাকার রড ডাকাতি করে নিয়ে গেছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। কাভার্ড ভ্যানের মালিক ও চালকের খোঁজ করা হচ্ছে। তাদের সন্ধান পেলে ডাকাত দলের সদস্যদেরও গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন।

 

২০৪ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *