
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের কালিহাতীতে জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নাসেরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়৷। আবু নাসের টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
আবু নাসের এফবিসিসিআই ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক। তিনি তার বক্তব্যে বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ কর্মী। ছাত্রজীবনে ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনৈতিক জগতে প্রবেশ করি। কালিহাতীর সাধারণ মানুষ আমার সাথে আছে। আমিও তাদের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকি। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা দেন, তাহলে আমি এ আসনটি তাকে উপহার দিবো।
বীর মুক্তিযোদ্ধা আজহার মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, এলেঙ্গা পৌরসভার মেয়র নুর এ আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সদস্য ও ভুঞাপুর পৌরসভার সাবেক মেয়র আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান আমিন ও গোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত তালুকদার প্রমুখ ।
মতবিনিময় সভাটি জনসভায় পরিণত হয়। সভায় কয়েক সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।