
সোহেল রানা, কালিহাতী ॥
জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন অগ্রযাত্রা ও সাফল্য তুলে ধরে টাঙ্গাইলের কালিহাতীতে উঠান বৈঠক করেছেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। শুক্রবার (২৭ অক্টোবর ) বিকেলে উপজেলার কোকডহরা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কোকডহরা বাজারে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উঠান বৈঠকে মেট্রোরেল, উড়াল সড়ক, পদ্মা সেতুসহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এ সময় সোহেল হাজারী বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। মানবতার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্কভাতাসহ বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সরকার দেশের অর্থ দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছেন। এছাড়া মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ মেগা প্রকল্প বাস্তবায়নের পথে। এসব উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা কখনই উন্নয়ন চায়না। তাদের আমলে তারা টাকা লুটপাট করেছে। দেশের নাগরিকরা আজ তাদেরকে প্রত্যাখান করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা উচুঁ করে দাঁড়িয়েছে। তাই উন্নয়নের ধারাকে ধরে রাখতে পুণরায় নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান।
এ সময় কোকডহরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান তালুকদার সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও দশকিয়া ইউপি চেয়ারম্যান এমএ মালেক ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি জাকির হোসেন, কোকডহরা ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল কাইয়ুম বিপ্লব, সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান খান ফরিদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক তালুকদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোকডহরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, কোকডহরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি সেলিম মিয়া প্রমূখ।