
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল প্রেসক্লাব ও ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে শুক্রবার (২৭ অক্টোবর) দিনব্যাপী দেড় শতাধিক সাংবাদিকের জমজমাট আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ওই আড্ডায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।
টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামে অনুষ্ঠিত আড্ডায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিটিভি’র বার্তা সম্পাদক খন্দকার আছাব মাহমুদ আয়োজিত আড্ডায় অন্যদের মধ্যে অনুষ্ঠানিক বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ আলী, বাংলাদেশ সম্পাদক পরিষদের আহ্বায়ক ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের সম্পাদক রফিকুল ইসলাম রতন, ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের সভাপতি খান মোহাম্মদ সালেক, সহ-সভাপতি জামাল উদ্দিন জামাল, সাধারণ সম্পাদক শাজাহান মিয়া, সাবেক সভাপতি গাফফার মাহমুদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, আতাউর রহমান আজাদ, খান মোহাম্মদ খালেদ, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন, ইফতেখারুল অনুপম প্রমুখ। আড্ডানুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার টাঙ্গাইল প্রতিনিধি, স্টাফ রিপোর্টার এবং ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের দেড় শতাধিক সাংবাদিকরা জম্পেশ আড্ডায় মেতে ওঠেন। এ সময় একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি পেশাগত কাজের খোঁজখবর নেন। জুম’আর নাজের পর দেশীয় খাবার দিয়ে আপ্যায়ণ এবং ছবি ও সেলফি তোলার মাধ্যমে আড্ডার পরিসমাপ্তি ঘটে।