টাঙ্গাইলে মহাসড়কের চারটি তল্লাশীচৌকীতে তল্লাশী করেছে পুলিশ

টাঙ্গাইল টাঙ্গাইল সদর লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে টাঙ্গাইল থেকে থেকে ঢাকাগামী বাস চলাচল কমে গেছে। উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনও কম চলাচল করছে। শনিবার (২৮ অক্টোবর) টাঙ্গাইল থেকে ঢাকায় কোন বাস ছেড়ে যাচ্ছে না। এদিকে টাঙ্গাইল জেলার মির্জাপুরের গোড়াই, টাঙ্গাইলের প্রবেশ মুখ এলেঙ্গা, মধুপুর ও ও হামিদপুরে চারটি তল্লাশীচৌকী স্থাপন করেছে পুলিশ। সেখানে যানবাহনে তল্লাশী করা হচ্ছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিএনপির ১৭ জনকে পুরাতন বি¯েফারক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল অভিযোগ করে বলেন, ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে মালিক সমিতি বাস চলাচল বন্ধ করে দিয়েছে। পুরনো মামলায় নেতাকর্মিদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সমাবেশকে কেন্দ্র করে নাশকতার শঙ্কায় বাস চলাচল থেকে বিরত রয়েছেন চালকরা। বাস বন্ধের কোন সিদ্ধান্ত হয়নি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে কয়েকটি বাস মাত্র টাঙ্গাইলে এসেছে। শনিবার (২৮ অক্টোবর) সকালে কয়েকটি লোকাল বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের সংখ্যাও কমে গেছে।
টাঙ্গাইল আদালত পরিদর্শক তানভীর আহমেদ জানান, শুক্রবার (২৭ অক্টোবর) পুরোনো বিস্ফোরক মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করে আদালতে আনা হয়। আদালত তাদের সবাইকে জেলহাজতে প্রেরণ করেছেন।
এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে আতংকে বাসস্ট্যান্ডে যাত্রীও কমে গেছে। যাদের নিতান্তই ঢাকা যাওয়ার প্রয়োজন তারা পড়েছেন বিপাকে। মিনহাজ নামের এক যাত্রী বলেন, সমাবেশের কারণে বাস মালিক সমিতি গাড়ি বন্ধ করে দিয়েছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়বে। বাস মিনিবাস মালিক সমিতির সম্পাদক সফিউল আলম তুষার বলেন, মালিক সমিতি বাস চলাচল বন্ধ করেনি। রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে চালকরা বাস নিয়ে ঢাকায় যাচ্ছে না। শনিবার (২৮ অক্টোবর) টাঙ্গাইল জেলা পরিবহন শ্রমিক সমিতির নির্বাচনের কারণে বাস চলাচল বন্ধ থাকতে পারে।
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, শনিবার (২৮ অক্টোবর) টাঙ্গাইল বাস মিনিবাস শ্রমিক সমিতির নির্বাচন। তাই পুর্ব হতেই ঘোষনা ছিল বাস বন্ধ রাখার। এছাড়াও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অগ্নিসংযোগসহ বাস ভাঙচুরের আশঙ্কায় অনেকেই আগে থেকেই গাড়ি চলাচল বন্ধ রেখেছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বিএনপির মহাসমাবশেকে কেন্দ্র করে কাউকে আটক করা হচ্ছে না। পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশী করা হচ্ছে।

 

 

 

 

১১৬ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *