বাসাইলে ২০ শয্যা বিশিষ্ট বৃদ্ধাশ্রমের উদ্বোধন

টাঙ্গাইল বাসাইল

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে বৃদ্ধাশ্রমের উদ্বোধন করা হয়েছে। বাসাইল উত্তর-মধ্যপাড়া এলাকায় শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে ২০ শয্যা বিশিষ্ট এ বৃদ্ধাশ্রমটির উদ্বোধন করা হয়।
বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বৃদ্ধাশ্রমটির উদ্বোধন করেন। সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর নবীনুর রহমান খান, ড. জুলহাস মিয়া, ঠিকানা’র সদস্য মল্লিকা পারভিন, রেজুয়ান তানভীর খান, তাবাচ্ছুম মেহরিন খান, তাহসিনা মেহরিন খান, রবিউল হোসাইন, অ্যাডভোকেট নাজমুল হোসাইন, বাদশা মিয়া প্রমুখ।
প্রসঙ্গত, ঠিকানা তার প্রতিষ্ঠাকাল সময় থেকে অসহায় মানুষদের আর্থিকসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।

 

 

১২৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *