টাঙ্গাইলে হরতালের সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল অনুষ্ঠিত

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির ডাকা রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্নআয়ের সাধারণ ও চাকরিজীবী মানুষ। বিকল্প হিসেবে সিএনজি, অটোরিকশা ও অটোভ্যানে গাদাগাদি করে কর্মস্থলে যাচ্ছেন তারা। এদিকে হরতাল সফল করার লক্ষ্যে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে রবিবার (২৯ অক্টবর) দুপুরে শহরের বেড়াডোমা এলাকায় ঝটিকা মিছিল করেছে নেতাকর্মীরা। এছাড়া মহাসড়কের কোথাও কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
শনিবার (২৮ অক্টোবর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার সমাবেশ থেকে এই সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচল না করলেও পণ্যবাহী ট্রাক চলাচল করছে। যে কোন বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কোথাও কোন সমস্যার সৃষ্টি হয়নি।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) আলমগীর আশরাফ বলেন, শনিবারও (২৮ অক্টোবর) মহাসড়কে যানবাহন কম ছিলো। আজকে রবিবার (২৯ অক্টবর) আরও কম দেখা যাচ্ছে।

 

 

 

 

 

২১৭ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *