টাঙ্গাইলে হরতালের সমর্থনে আইনজীবীদের বিক্ষোভ-সমাবেশ

আইন আদালত টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

আদালত সংবাদদাতা ॥
বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। রোববার (২৯ অক্টোবর) সকালে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম টাঙ্গাইল কোর্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে। অ্যাডভোকেট বার সমিতির সামনে থেকে মিছিল শুরু হয়ে কোর্ট এলাকা ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তৃতা করেন বার সমিতির সাবেক সভাপতি এস এম ফাইজুর রহমান ও আলহাজ্ব গোলাম মোস্তফা মিঞা। সমাবেশ পরিচালনা করেন অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহির। অন্যদিকে রোববার (২৯ অক্টোবর) দুপুরে কোর্ট এলাকায় হরতাল বিরোধী মিছিল করেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

টাঙ্গাইলে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। টাঙ্গাইলের উপর দিয়ে উত্তরবঙ্গের কোন বাসও চলাচল করতে দেখা যায়নি। তবে শহরে ইজিবাইক-অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক।

১৬২ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *