নাশকতার অভিযোগে মির্জাপুর বিএনপির ৬ নেতা গ্রেপ্তার

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ নাশকতার অভিযোগে বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা এলাকার সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করে। এছাড়া ঢাকার বিএনপি সমাবেশ স্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা বিএনপির সদস্য ফতেপুর ইউনিয়নের শুভূল্যা গ্রামের আজহার আলীর ছেলে জাহাঙ্গীর আলম, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে শওকত ওসমান হিরা, জামুর্কী ইউনিনের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আগধল্যা গ্রামের হোসেন উদ্দিন খলিফার ছেলে আমরান আহম্মদ রোজবু ও যুবদল নেতা গোড়াই হলিদ্রাচালা গ্রামের আইয়ুুব আলী মুন্সির ছেলে ফরিদুল ইসলাম ফরিদ। এছাড়া ঢাকায় বিএনপির সমাবেশ থেকে ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান বাদল ও গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শনিবার (২৮ অক্টোবর) রাতে বিএনপির অর্ধশত নেতাকর্মী উপজেলার সাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে ককটেল ফাটিয়ে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। ১৭ জনের নাম উল্লেখ করে বিএনপির অজ্ঞাতনামা অর্ধশত নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

 

১৬৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *