মির্জাপুরে পুলিশ ট্রেনিং সেন্টারে সমাপনী কুচকাওয়াজ

আইন আদালত টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৩তম ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন ও কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহা-পরিদর্শক (প্রশাসন) কামরুল আহসান বিপিএম।
এ সময় পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নজরুল ইসলাম এনডিসি, পুলিশ নারী কল্যাণ (পুনাক) এর সহ-সভানেত্রী মুনমুন আহসান, সমাজকল্যাণ সম্পাদিকা তৌহিদা রোখসানা নুপুর, পুলিশ ট্রেনিং সেন্টারের ডেপুটি কমান্ড্যান্ট মোহাম্মদ আশফাকুল আলম, পুলিশ সুপার (প্রশাসন) আবু নাছের মোহাম্মদ খালেদ, পুলিশ সুপার (ট্রেনিং) আব্দুর রহিম শাহ চৌধুরী, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও একাগ্রতার সহিত অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়া ও প্রধানমন্ত্রীর “স্মার্ট বাংলাদেশ” বিনির্মানে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। ৫৩ তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে ৮৮০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল তাদের প্রশিক্ষণ সম্পন্ন করে। কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।

১৩৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *