মির্জাপুর উপজেলায় হরতালের কোন প্রভাব পড়েনি

টাঙ্গাইল মির্জাপুর

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে টাঙ্গাইলের মির্জাপুরে কোনো প্রভাব পড়েনি। হরতাল ডেকে মাঠে নেই দুই দলের নেতাকর্মী। ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে।
রবিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে আবুল কালাম আজাদ সিদ্দিকীর গাড়াইলের বাড়ি থেকে তার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী পায়ে হেটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় আসেন। সেখানে পুলিশের বাধায় আবার বাড়ি ফিরে যান বলে জানা গেছে। বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের পাশে ব্যবসা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলতে দেখা গেছে।
হরতালে ঢাকা-জয়দেবপুর রেল সড়কে যাত্রীবাহী ট্রেন চলাচল করেছে। দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট শত শত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম চলছে।

 

 

১২৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *