স্টাফ রিপোর্টার ।।
বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের মারধর, অপরাজনীতি ও হরতালের প্রতিবাদে টাঙ্গাইলে শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টাবর) বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে সমাবেশ শেষে প্রতিরোধ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান আনছারী, নাহার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা, দপ্তর সম্পাদক এডভোকেট খোরশেদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ চাম মিয়া, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশ ও প্রতিরোধ মিছিল করেছে টাঙ্গাইলে জেলা আওয়ামী লীগ
১৬৫ Views