
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের পাহাড়ী এলাকায় চাষ হচ্ছে নতুন জাতের কলা জি-নাইন। বর্তমানে চাষকৃত কলার নানা জাতের তুলনায় দ্বিগুনের বেশি ফলন হওয়ায় আশাবাদী হয়ে উঠছেন এ অঞ্চলের কলা চাষীরা। জি নাইন ইসরাইলের জাত হলেও ভারত থেকে বাংলাদেশে চাষ করছে কৃষি বিভাগ ও স্থানীয় একটি বেসরকারি সংস্থা।
জানা যায়, গত বছর টাঙ্গাইল জেলার মধুপুর ও ঘাটাইলের চাষীদের বিনামূল্যে প্রায় ১ লাখ ৭৩ হাজার চারা বিতরণ করে কৃষি বিভাগ। বিশালাকৃতির এই কলার ছড়িটি দেশে প্রথমবারের মতন চাষকৃত জি নাইন জাতের কলার। অন্য জাতের কলায় ছড়িতে যেখানে গড়ে ফলন ১৫০ থেকে ১৭০ টি সেখানে জি-নাইন ফলন দিয়েছে ৩৬০টি পর্যন্ত কলা।
কলা চাষীরা বলেন, অন্য জাতের কলার থেকে দ্বিগুন দাম পাচ্ছেন কলা চাষীরা। ছড়িতে কলার সংখ্যা বেশি ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা ও সহজে পঁচে না যাওয়ায় লাভ বেশি হওয়ায় অনেক কৃষক এই জাতের কলা চাষের স্বপ্ন দেখছেন।
টাঙ্গাইল সোসাইটি ফর সোসাল সার্ভিস ভেল্যু চেইন ফ্যাসিলিটেটর কৃষিবিদ মহিউদ্দিন বলেন, কৃষি বিভাগের পক্ষ থেকে গত বছর ইসরাইলের এই জাতটি ভারত থেকে আমাদানি করে মধুপুর ও ঘাটাইলের ৩১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। নতুন জাতের এ কলার ভালো ফলনে অন্য কৃষকরাও আগ্রহী হয়ে উঠছেন।
টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দুলাল উদ্দিন বলেন, টাঙ্গাইলে প্রথমবারের মতো ৪২০ জন চাষীর মধ্যে ৬৫ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জি নাইন জাতের কলার চাষ করা হয়েছে।