বিএনপি-জামায়াতের ডাকা হরতাল টাঙ্গাইলে পালিত হয়নি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি লিড নিউজ

সাদ্দাম ইমন ॥
বিএনপি ও জামায়াতের ডাকা রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালের কোন প্রভাব পড়েনি টাঙ্গাইল জেলায়। জেলা ও উপজেলা শহরগুলোতে সকল ব্যবসা-প্রতিষ্ঠান, দোকানপাট, ছোট-বড় সকল প্রকার জানবাহন চলাচল করেছে স্বাভাবিকভাবেই। জেলা শহরের কোথাও বিএনপি আর জামায়াত হরতালের সমর্থকদের পিকেটিং করতে দেখা যায়নি। নাশকতা ঠেকাতে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ছিল ব্যাপক তৎপরতা। হরতাল ডেকে মাঠে নেই দুই দলের নেতাকর্মীরা। ব্যবসা প্রতিষ্ঠানে কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। হরতালে ঢাকা-জয়দেবপুর রেল সড়কে যাত্রীবাহী ট্রেন চলাচল করেছে। দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ছোট ছোট শত শত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালতে স্বাভাবিক কার্যক্রম চলছে।
এদিকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রবিবার (২৯ অক্টোবর) ভোর থেকে মহাসড়ক ছিল প্রায়ই ফাঁকা। জরুরী সেবার কিছু পরিবহণ আর সিএনজি ব্যতিত মহাসড়কে চলাচল করতে দেখা যায়নি কোন ধরণের দূরপাল্লার গণপরিবহণ। তবে রেল চলাচল ছিল স্বাভাবিক। তবে বেলা বাড়ার সাথে সাথে মহাসড়কে যানবাহন চলাচল বৃদ্ধি পেতে থাকে। বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর অংশের আশেকপুর, ঘারিন্দা ও রাবনা বাইপাস এলাকা প্রায় ফাঁকা। জরুরী সেবার কিছু পরিবহণ আর সিএনজি ব্যতিত চলাচল করতে দেখা যায়নি কোন ধরণের বাস চলাচল। মহাসড়কের এ অংশেও দেখা যায়নি কোন যাত্রীরও চাপ। অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে মহাসড়কের বিভিন্ন অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি ছিল পুলিশ ও র‌্যাবের টহল বাহিনীর ব্যাপক তৎপরতা।

টাঙ্গাইল থেকে সখীপুর সড়কে চলাচলকারী সিএনজি চালক রাসেল খান বলেন, হরতাল চলাকালে কিছু কিছু সিএনজি সড়কে চলাচল করলেও আমি বের হই নাই। জানের চেয়ে কি পয়সা বড়। ঢাকা থেকে সিরাজগঞ্জগামী এসআই পরিবহণের বাস চালক রাজন মিয়া বলেন, মালিক সমিতি থেকে বাস চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেয়া হয়েছে। আমি বাস বন্ধ রেখেছি। শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় থামা কয়েকটি বাসে আগুন দেয়ার কারণে আমি সতর্ক হয়েছি। জান আর মাল গেলে ক্ষতিপূরণ কেউ দিবেন না। এছাড়াও ঝুঁকি নিয়ে একদিন বাস চালিয়ে তেমন কোন ইনকামও হবে না বলে আমি আমার নিজ বাড়ি টাঙ্গাইলে অবস্থান করছি।
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহিদ হাসান জানান, হরতালের কারণে মহাসড়কে গণপরিবহণের সংখ্যা কম। তবে এখন পর্যন্ত মহাসড়কের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপদে যাতায়াত করছে মহাসড়কের চলাচলরত পরিবহণগুলো।

 

 

 

 

 

 

১১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *