স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক দুইস্থানে ভয়াবহ অগ্নিকান্ডে চার দোকান ও চার ঘর পুড়ে চাই হয়ে গেছে। এতে নগদ টাকাসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।মির্জাপুুর ও দেলদুয়ার ফায়ার স্টেশনের চার ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে গোড়াই ইউপির সাবেক মেম্বার বাবুল মিয়ার ক্যাডেট কলেজ সংলগ্ন কলোনিতে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এতে পাঁচটি ঘর পুড়ে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এছাড়া শনিবার (২৮ অক্টোবর) রাত নয়টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুক্ত সাহার নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় পাঁচ লাখ, পংকজ চক্তবর্তীর নগদ ৭০ হাজার টাকাসহ ১১ লাখ, অসিম কর্মকারের ৩ লাখ ও সুব্রত সাহার ১০ হাজার টাকার চালসহ প্রায় ১৯ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। এর আগে মির্জাপুর ও দেলদুয়ার ফায়ার স্টেশনের চার ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানিয়েছেন।