
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল, সারাদেশে নৈরাজ্যে সৃষ্টি ও হরতালের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিশাল একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। হরতালের প্রতিবাদে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রাফিউর রহমান ইফসুফজাই সানি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ লিটন, সাইদুর রহমান খান বাবুল, সৈয়দ ওয়াহিদ ইকবাল ও তৌফিকুর রহমান তালুকদার রাজীব, দপ্তর সম্পাদক জহিরুল হক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ওয়াকিল আহমেদ প্রমুখ বক্তৃতা করেন।
এছাড়া একই সময় স্থানীয় এমপি খান আহমেদ শুভর নেতৃত্বে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। খান আহমেদ শুভ এমপি ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজাহিদুল ইসলাম মনির, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আব্দুর রউফ প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, বিএনপি জামায়াত তাদের পূর্বের রুপ ধারণ করেছে। জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তারা প্রমাণ করেছে তারা দেশে শান্তি চায় না, উন্নয়ন চায় না।