
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ভূঞাপুরে সহপাঠীদের সাথে পুকুরে গোসলে নেমে মোজাম্মেল হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের পলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোজাম্মেল হোসেন ওই গ্রামের মাদরাসা শিক্ষক মোস্তাফিজুর রহমানের ছেলে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ্ ও শিশু মোজাম্মেল হোসেনের প্রতিবেশী চাচা আবু বকর তালুকদার নিরব বলেন, দুপুর আড়াইটার দিকে সহপাঠীদের সাথে বাড়ির পাশের একটি পুকুরে গোসলে যায়। বিষয়টি পরিবারের কেউ খেয়াল করেনি। পরে বিকাল হয়ে আসলেও মোজাম্মেল বাড়ি না ফেরায় পরিবারের খুঁজতে থাকেন।
এরপর একপর্যায়ে বাড়ির পাশের এক লোকের মাধ্যমে জানতে পারেন- দুপুরে মোজাম্মেল তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করছিল। এমন খবর দ্রুত স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন পুকুরে নেমে বিকাল সাড়ে ৩ টার দিকে মোজাম্মেল হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
তিনি আরও জানান, পরে মোজাম্মেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রতিবেশী, পরিবার ও স্বজনরা তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন। শিশুটি বাক প্রতিবন্ধী ছিল। বাদ মাগরিব নামাজ মোজাম্মেলের জানাজা শেষে পাশ্ববর্তী মাটিকাটা কবরস্থান দাফন করা হয়। ওর মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।