
হাবিবুর রহমান, মধুপুর ॥
“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো ” এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের মধুপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী তথ্য মেলা। মধুপুর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করে উপজেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)। সোমবার (৩০ অক্টোবর) সকালে ফিতা কেটে এ তথ্য মেলার উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। মেলায় সরকারি বেসরকারি স্টলে সেবা দেয়া হয়। উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সচেতন নাগরিক কমিটির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন টিআইবি’র এরিয়া ম্যানেজার জিনিয়া গ্লোরিয়া ম্রং।
স্ব- প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মেলায় অংশ গ্রহনকারি সকল প্রতিষ্ঠানকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। মেলায় ২৪ টি স্টল বসে ছিল।