নাগরপুরে অবরোধের বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তি মিছিল

টাঙ্গাইল নাগরপুর রাজনীতি

স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের বিপক্ষে উপজেলা আওয়ামী লীগের শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান কুদরত আলীর সার্বিক ব্যবস্থাপনায় দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সমাবেত হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, সহ-সভাপতি মতিউর রহমান মতি, গোপাল চন্দ্র সাহা, ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, শরিফুল ইসলাম শরিফ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ পান্না, শ্রম সম্পাদক আব্দুল লতিফ, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহুরুল আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা বেগমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

২৮৮ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *