মির্জাপুরে মসজিদের মাইকে পুলিশকে প্রতিহিত করার ঘোষণা বিএনপির

টাঙ্গাইল মির্জাপুর লিড নিউজ

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদের মাইকে পুলিশকে প্রতিহত করার ঘোষণা দিয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এসময় পুলিশ বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে আটক করতে গেলে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটায় বলে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলা সদরের গাড়াইল গ্রামে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে এ ঘটনা ঘটে।
বিএনপির কয়েকজন নেতা জানান, বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হতে থাকে। বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে অবস্থান নেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন এবং ধস্তাধস্তি করে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ছাড়িয়ে নেন। পরে পাশের গাড়াইল ত্রিমোহন মসজিদের মাইকে একাধিকবার পুলিশকে প্রতিহত করার ঘোষণা দিলে, এলাকার নারী-পুরুষ লাঠিসোটা হাতে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়ির দিকে আসতে থাকে। এদিকে এ অবস্থায় পুলিশের উপস্থিতি বৃদ্ধি করা হলে তারা সবাই পালিয়ে যায়।
পুলিশ সেখান থেকে মির্জাপুর থানার নাশকতা মামলার আসামী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়াকে গ্রেপ্তার করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দ্যেশে আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে জমায়েত হতে থাকে। খবর পেয়ে পুলিশ আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাড়িতে গেলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ এবং মসজিদের মাইকে ঘোষনা দিয়ে লোকজন জমায়েত করার চেষ্টা করে গর্হিত কাজ করেছেন তারা। এ সময় পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছেন। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে আলোচনা করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

 

 

১৫৯ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *