
স্টাফ রিপোর্টার ॥
রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধের নামে বিএনপি-জামায়াত অশুভ শক্তির আগুন সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে অবস্থান কর্মসুচী পালন করছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের এবং সহ-সভাপতি সংসদ সদস্য ছানোয়ার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, ঢাকা-বঙ্গবন্ধু সেতু রেলপথ ও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন। অবস্থান কর্মসুচীর পাশাপাশি নেতাকর্মীরা শান্তি মিছিল ও সমাবেশ করেছে।