
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোপালপুরে সরকারের উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে গোপালপুরের সূতি ভিএম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সাথে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে সংবর্ধনা দেওয়া হয়। সমাবেশে বক্তব্য রাখেন, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রমুখ।
গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারের সময় এতোটা উন্নয়ন হয়েছে যে সাধারণ মানুষ এখন আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় চায়। হরতাল-অবরোধের নামে বিএনপি ও জামায়াত দেশ জুড়ে অগ্নিসন্ত্রাস, জ্বালাও পোড়াও, নৈরাজ্য এবং খুনখারাবি শুরু করেছে। সরকার গণতন্ত্র তথা নির্বাচন কার্যক্রমকে যেমন এগিয়ে নিয়ে যাবে। তেমনি এসব অপশক্তিকে শক্ত হাতে দমন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মী ও জনসাধারণের কাছে ভোট চেয়েছেন বক্তারা।
সংবর্ধিত অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে পূণরায় নৌকায় ভোট দিয়ে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে হবে। তিনি তার সংসদীয় আসনে যে পরিমান রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরের উন্নয়ন করেছে। বিগত সরকার এই উন্নয়ন করতে পারেনি। সমাবেশে মানুষের জনসমুদ্রই প্রমান করে মানুষ আবারও তাকে সংসদ সদস্য হিসেবে চায়। প্রধানমন্ত্রী তাকে আবারও মনোনয়ন দিলে বিপুল ভোটে এই আসনে নৌকার বিজয় হবে বলে মনে করেন তিনি।
এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।