স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩০ অক্টোবর) রাতে ও মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, বানাইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা জীবন ও গোড়াই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মিয়া।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, উপজেলার সাটিয়াচড়া এলাকায় গত শনিবার (২৮ অক্টোবর) রাতে কয়েকটি ককটেল ফাটিয়ে বিএনপির নেতাকর্মীরা জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মির্জাপুর থানায় নাশকতা মামলা করেন। গ্রেপ্তারকৃতরা ওই নাশকতা মামলার আসামী বলে তিনি জানিয়েছেন।
মির্জাপুরে বিএনপির চার নেতা গ্রেপ্তার
১৪৮ Views