
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গালের মির্জাপুরে একটি মন্দিরের তালা ভেঙে কালী মূর্তির গায়ে থাকা স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ অক্টোবর) রাতে উপজেলা সদরের মির্জাপুর সাহাপাড়া ঠাকুরবাড়ি সার্বজনীন কালী মন্দিরে কলাপসেবল গেটের তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে। এই সময় চোর কালী মূর্তির গায়ে পরানো টিকলী, নথ, জিহবা ও বেশ কয়েকটি টিপসহ প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। মন্দিরে থাকা সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা গেছে, ২৫/৩০ বছর বয়সী এক যুবক রড নিয়ে মন্দিরের কলাপসেবল গেইটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কালী মূর্তির গায়ে পরানো ওই স্বর্ণালংকার নিয়ে পশ্চিম দিকে পালিয়ে যায়।
মন্দিরের প্রধান তত্ববধায়ক লিটন চক্রবর্তীর সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। চুরির ঘটনাটি আমি বাড়ির লোকজনের কাছ থেকে জানতে পেরেছি। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বিষয়টি আমি এখনও জানতে পারেনি। খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।