টাঙ্গাইল- ১ আসনে বিএনপির মনোনয়ন চান অ্যাড. সুজা

টাঙ্গাইল ধনবাড়ী রাজনীতি

ইউনুস আলী, ধনবাড়ী ॥
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ১ সংসদীয় আসন (ধনবাড়ী-মধুপুর) একদফা দাবি আদায়ের পর বিএনপি থেকে মনোনয়ন চান খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড.মোহাম্মদ রুকনুজ্জামান সুজা। সে লক্ষ্যে তিনি নির্বাচনী আসনে সাংগঠনিক কর্মকা-, সভা সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

এই আসনে বর্তমান এমপি কৃষিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। জাতীয় নির্বাচন নিয়ে কৃষিমন্ত্রীর সাথে বিরোধ চলছে মধুপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবুর। এ নির্বাচনে ছরোয়ার আলম খান আবুও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
এ আসনের সাধারণ মানুষের ধারণা এবারও নৌকা প্রতীক পাবেন ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। এই দুই প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের সমর্থকরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সে হিসেবে অ্যাড. সুজা যদি বিএনপির প্রার্থী হন তাঁর এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূলের নেতা-কর্মীদের ধারণা এমনই। অ্যাড. সুজা ধনবাড়ী উপজেলার মশুদ্দি ইউনিয়নের বাসিন্দা।

তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুজা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। পরামর্শ নিচ্ছেন দলের প্রবীণ, বঞ্চিত ও ত্যাগী নেতা-কর্মীদের। তাঁর এমন সব কর্মকা-ে জন্য এরই মধ্যে তিনি এলাকার বিএনপির নেতা-কর্মীসহ সাধারণ মানুষের কাছে খুবই প্রিয় হয়ে ওঠেছে। নির্বাচনী গণসংযোগ, ঘরোয়া সভা, দল ঘোষিত প্রতিটি কর্মসূচি পালনের পাশাপাশি যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে। তৃণমূল নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেপ্তার হয়রানির প্রতিবাদে তিনি সোচ্চার। গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের আইনি সহায়তা দিয়ে জামিনে মুক্ত করে তাদের মনোবল অনেকটা চাঙ্গা রেখেছেন। পাশাপাশি অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার কাজ চলমান রেখেছেন।

এছাড়া কেন্দ্রীয় বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচি অ্যাড. সুজা নেতা-কর্মীদের কর্মসূচি পালনের বিষয়ে দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা। শুধু নিজ এলাকাতেই নয়, রাজধানী ঢাকাতেও বিএনপির বিভিন্ন আন্দোলন, সংগ্রামসহ দলীয় প্রত্যেকটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে অ্যাড. মোহাম্মদ রুকনুজ্জামান সুজা বলেন, ছাত্রজীবন থেকে আমি ও বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে আমার পরিবার এই দলের রাজনীতির সঙ্গে জড়িত। ব্যাক্তিগত জীবনে চাওয়া পাওয়ার হিসাব না মিলিয়ে জীবনের অধিকাংশ সময় পার করেছি মানুষের কল্যানে। দলীয় নেতা-কর্মীর পরিবার ও আমার পরিবারকে কখনও আলাদা করে দেখিনি। নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি হলে সে সময় দল আমাকে মনোনয়ন দিলে আশা করি এই আসন থেকে জয়ী হবো।

২১৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *