বাসাইল প্রতিনিধি ॥
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় যুব দিবস ২০২৩ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় দিবসটি উপলক্ষে বাসাইল উপজেলা হলরুমে আলোচনা সভা, যুব ঋনের চেক ও প্রশিক্ষনের সনদ বিতরণ ও যুব র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা প্রকৌশলী আব্দুল জলিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হযরত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন সহ প্রমুখ।