
বাসাইল প্রতিনিধি ॥
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইল ডিগ্রী কলেজে র্যালী, পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, উপজেলা বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান আরিফিন খানশুর সুজন।
বাসাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা শামছুল আলম, এসএম পারভেজ, সহকারী অধ্যাপক আবু সুফিয়ান, সহকারী অধ্যাপক শফিউল আযম খান, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক নাছির উদ্দিন, প্রভাষক মাকছুদা আক্তারসহ অন্যরা। র্যালী ও আলোচনা সভা শেষে কলেজের বিভিন্ন স্থানে আগাছা পরিষ্কার এবং ফগার মেশিনে ওষুধ স্প্রে করা হয়।