অবরোধের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি

টাঙ্গাইল টাঙ্গাইল সদর রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥
দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বিএনপির
ডাকা ৭২ ঘন্টা অবৈধ অবরোধ প্রতিরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা যুবলীগ। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় নাশকতা প্রতিরোধে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ড মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে আশেকপুর বাইপাস এলাকায় যুবলীগের নেতাকর্মীরা সমবেত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশেকপুর বাইপাস থেকে মহাসড়কের নগরজালফৈ-তারুটিয়া হয়ে পুনরায় বাইপাস এলাকায় এসে শেষ হয়। মিছিলে অবৈধ অবরোধ মানিনা-মানবোনা শ্লোগানে মুখরিত হয়।
এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব, শহর আওয়ামী যুবলীগের আহবায়ক মেহেদী হাসান ইমু প্রমুখ। এ সময় জেলা আওয়ামী যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও শহর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১৫৩ Views

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *