সাদ্দাম ইমন ॥
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে বৃহস্পতিবার (২ নভেম্বর) টাঙ্গাইলে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। শুধু মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে জেলায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের তৃতীয় ও শেষ দিনে মহাসড়কে ছোট ছোট যানবাহনে যাত্রী সাধারণ অতিরিক্ত ভাড়ায় যাতায়াত করছে। এছাড়া জেলা ও উপজেলাগুলো শহর ও আঞ্চলিক সড়কগুলোতে নিয়মিতই যানবাহন চলাচল করেছে।
অপরদিকে, অবরোধের তৃতীয় দিনে ভোর সকালে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং ও ঝটিকা মিছিল করেছে মহাসড়কের বাইপাস লেনে।
সরেজমিনে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে দীর্ঘক্ষণ পর পর ২-১টি দূরপাল্লার গণপরিবহন চলাচল করছে। তবে ঢাকাগামী গণপরিবহনগুলো গাজীপুরের চন্দ্রা ও সাভারের নবীনগর পর্যন্ত যাত্রীদের পৌঁছে দিয়ে আবার ফিরে আসছে। মহাসড়কে দূরপাল্লার বাস কম থাকায় ছোট ছোট যানবাহনের কদর বেড়েছে। তিন চাকার সিএনজি চালিত অটোরিকশায় যাত্রীরা দর কষাকষি করে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন। মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন কম থাকায় ট্রেন স্টেশনগুলোয় যাত্রী সাধারণের ভির লক্ষ্য করা গেছে।
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে চলাচলকারী অফিসগামী কয়েকজন যাত্রী জানায়, তারা নিয়মিত গণপরিবহনে যাতায়াতের মাধ্যমে অফিস করেন। মহাসড়কে বাস না থাকায় তারা বাড়তি ভাড়ায় সিএনজি চালিত অটোরিকশায় যাতায়াত করতে বাধ্য হচ্ছেন। অবরোধের সুযোগে অটোরিকশা চালকরা স্বাভাবিকের চেয়ে ৫-৬ গুণ বেশি ভাড়া আদায় করছেন। সিএনজি চালিত অটোরিকশা চালকরা জানান, তারা আগের ভাড়ায়ই চাকুরিজীবীদের সেবা দিচ্ছেন। ক্ষেত্র বিশেষে সামান্য পরিমাণ ভাড়া বেশি নিচ্ছেন। অবরোধে টাঙ্গাইল থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত শতাধিক সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে বলে জানান তারা।
এদিকে, অবরোধের তৃতীয় দিনে জেলার সড়ক-মহাসড়ক ঘেঁষা এলাকাগুলোতে স্ব স্ব স্থানীয় আওয়ামী লীগ ও জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে অবরোধ বিরোধী মিছিল করা হয়েছে। নেতাকর্মীরা অবরোধ বিরোধি মিছিল শেষে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। কোন কোন এলাকায় মোটরসাইকেল শোডাউনও করা হয়েছে।
এছাড়া, জেলা পুলিশের পক্ষ থেকে সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘœ করতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েও পুলিশ দ্বায়িত্ব পালন করছে। একই সঙ্গে মহাসড়কে র্যাব সদস্যরাও টহল দিচ্ছে।
অবরোধের শেষ দিনে টাঙ্গাইলে যানবাহন চলাচল স্বাভাবিক
২৩১ Views