সোহেল রানা, কালিহাতী ॥
বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি কালিহাতী পৌর শহরের মুন্সিপাড়া বাজার থেকে শুরু করে কালিহাতী বাসস্ট্যান্ড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ নেতা রানা তালুকদার, মিজানুর রহমান, আশরাফুল, ফাহাদ, পারখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোলায়মান রুবেল, ছাত্রলীগ নেতা রাজ্জাক, মারুফ, পৌর ছাত্রলীগ নেতা মাহিন, শিহাব ও রিহাদ প্রমুখ।
৬০৬ Views