নুর আলম, গোপালপুর ॥
টাঙ্গাইলের গোপালপুরে লাইসেন্সবিহীন খোলাবাজারে জ্বালানি তেল (অকটেন, পেট্রোল) বিক্রির অপরাধে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় গোপালপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান।
জানা গেছে, লাইসেন্সবিহীন খোলা বাজারে পেট্রোল, অকটেন বিক্রির করায় গোপালপুর পৌরসভা সংলগ্ন কুদ্দুস মিয়ার দোকান ও হাদিরা ইউনিয়নের চাতুটিয়া মোড়ে শাহ আলীর দোকান উভয়কেই দুই হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও ঝাওয়াইল বাজার, ভেঙ্গুলা বাজারসহ গোপালপুরে বিভিন্ন বাজার এলাকায় যত্রতত্র দাহ্য পদার্থ বিক্রি বন্ধে সচেতনামূলক প্রচারণা চালানো হয়। যততত্র দাহ্য পদার্থ বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন এসআই মুজাহিদুল ইসলামসহ গোপালপুর থানা পুলিশের সদস্যরা। উল্লেখ্য, কিছুদিন আগে বিভিন্ন গনমাধ্যমে 'গোপালপুরে চায়ের দোকানে পাশে বিক্রি হচ্ছে অকটেন, পেট্রোল' শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।