
স্টাফ রিপোর্টার ।।
সরকারের সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা কর্মসূচি আওতায় ভাতাভোগী জনগণের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরতে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (১ নভেম্বর) এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন। সভায় আওয়ামী লীগের নেতা-কর্মী ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।