স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ নাশকতার অভিযোগে বিএনপি ও বাংলাদেশ জামায়েতে ইসলামীর পাঁচজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে ও গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক আব্দুল আল মামুন, জামুর্কী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম তাপস, বানাইল ইউনিয়নের বিএনপি নেতা ইউপি সদস্য আরিফুর রহমান সোহেল, বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী ফারুক হোসেন ও বাংলাদেশ জামায়েতে ইসলামীর ফতেপুর ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান খান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২ নভেম্বর) টাঙ্গাইলের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।