
স্টাফ রিপোর্টার।।
টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ও গাইনী এন্ড অবস্ বিভাগের উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য ছানোয়ার হোসেন বুধবার (১ নভেম্বর) হাসপাতালের সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্জারী ও গাইনী এন্ড অবস্ বিভাগের উদ্বোধন করেন। অনুষ্ঠানে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আব্দুল কদ্দুস, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ নুরুল আমিন মিয়া, টাঙ্গাইলের সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, ২৫০ শয্যা বিশিষ্ঠ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাদিকুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ ও মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।