
মধুপুর প্রতিনিধি ॥
৫১ তম জাতীয় দিবসের ব্যয়ের হিসাব না দেয়া। সমবায় দিবসের গুটি কয়েক বাহুমভোক্ত লোক নিয়ে প্রস্তুতি সভা করা। উপজেলার বিভিন্ন সমবায় থেকে সমবায় দিবস পালনের জন্য চাঁদা তোলা। দিবস উদযাপনের জন্য সমবায় ফেডারেশনের বার বার প্রস্তুতি সভা করার তাগিদ না শোনা। সমবায় ফেডারেশনের সাথে কোন যোগাযোগ না করা সহ বিভিন্ন অভিযোগ তোলে মধুপুর উপজেলা সমবায় সমিতি ও উপজেলা সমবায় ফেডারেশন প্রতিবাদ সভা করেছে।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা সমবায় ফেডারেশন কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। প্রতিবাদ সভায় ফেডারেশনের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন তার বক্তব্যে বলেন, মধুপুর উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম গত বছর জাতীয় সমবায় দিবস উদযাপনের জন্য বিভিন্ন সমবায় থেকে দুই লক্ষাধিক টাকা উত্তোলন করেন। ঐ বছর সমবায় দিবস উদযাপনের ব্যয় হয় ১ লক্ষাধিক টাকার মতো। দিবস উদযাপনের পর তাকে বার বার তাগিদ দেওয়ার পর অদ্যবধি পর্যন্ত হিসাব দেননি। অবশিষ্ট টাকা কি করেছেন তা সমবায় ফেডারেশন জানে না। এ বছর সমবায় অফিসার সমবায় ফেডারেশনের সাথে কোন প্রকার যোগাযোগ করেনি বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, এ বছর ফেডারেশনকে না নিয়ে এ কর্মকর্তা কয়েক জন অতিথি নিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করেছে। তিনি এ সময় মধুপুর উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলামের অপসারণ দাবি করেন। তিনি জানান, সমবায়ের উর্ধতন কতৃপক্ষকে জানাবেন বলেও জানান সমবায় ফেডারেশনের সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন। এ সময় ফেডারেশনের সভাপতি আবু সাইদ, সহ-সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি আনিছুর রহমান, সদস্য আব্দুস ছাত্তার, শাহ আলম আকন্দ, হাফিজুর রহমান, মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ বছর মধুপুর উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবসের র্যালী উপজেলা পরিষদ চত্বরেই শেষ হয়। মাত্র ৪ জন অতিথি নিয়ে হয় আলোচনা সভা। আলোচনা সভায় মধুপুরের সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসাইন, মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন, আউশনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মনিরুজ্জামান ও সমবায় অফিসার নিজে অতিথি সারিতে উপস্থিত ছিলেন।
সমবায় অফিসার জানান, সাড়ে তিনশ’ খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে মধুপুর সমবায় অফিসার সাইফুল ইসলাম এসব বিষয় অভিযোগ অস্বীকার করে বলেন, সমবায় ফেডারেশন তাদের নিবন্ধিত নয়। তবে যে সব সমবায় নিবন্ধিত তাদের সাথে যোগাযোগ আছে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন জানান, এ বিষয় তিনি কিছু জানেন না। সমবায় ফেডারেশন নিবন্ধিত কিনা? সে বিষয়ে জানা নেই। তবে তিনি বিষয়টি জেনে বলবেন বলে তিনি জানান।