সখীপুর প্রতিনিধি ॥
টাঙ্গাইলের সখীপুরে সবুজ বাংলা বালিকা দাখিল মাদরাসার ৩০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার বোয়ালি সবুজ বাংলা বালিকা দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান। বোয়ালি সবুজ বাংলা বালিকা দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালি ব্যাংক লিমিটেডের ঢাকা শাখার প্রিন্সিপাল অফিসার হাবিবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বোয়ালি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাওলানা নাছির উদ্দিন, সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম শফি, সবুজ বাংলা বালিকা দাখিল মাদরাসার ইবতেদায়ী প্রধান মাওলানা মো: ফরিদ উদ্দিন, মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ ইব্রাহীম খন্দকার, অনুষ্ঠানের আহবায়ক আবুল কালাম আজাদ, মরিয়ম আক্তার, অর্থ সম্পাদক নাজমা আক্তারসহ প্রমুখ।